এপ্রিল মাসে বাংলার রাজস্ব ক্ষতি বা Revenue loss হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা৷ মে মাসে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
এই পরিসংখ্যান সামনে এনেছে এক রিপোর্ট। ‘ইন্ডিয়া-র্যাটিং অ্যাণ্ড রিসার্চ’ বা ইন্ড-রা’র রিপোর্টে একথাই বলা হয়েছে৷ রিপোর্টে শুধু এপ্রিল মাসে কোন খাতে কত ক্ষতি হয়েছে, তাও তুলে ধরা হয়েছে৷ বলা হয়েছে,
◾GST বাবদ ক্ষতি ১,৫১৭ কোটি টাকা৷
◾ ভ্যাট বাবদ ক্ষতি ৪৩৬ কোটি টাকা৷
◾রাজস্ব আদায় বাবদ ক্ষতি ৯৬৯ কোটি টাকা।
◾স্ট্যাম্প ডিউটি বাবদ লোকসান ৫২১ কোটি টাকা৷
◾গাড়ি কর বাবদ ক্ষতি ২২০ কোটি টাকা৷
◾বিদ্যুৎ কর অনাদায়ী ২১৪ কোটি টাকা৷
◾সবমিলিয়ে মোট রাজস্বের ক্ষতি ৪, ১৭৯ কোটি টাকা।
রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মে মাসে এই রাজস্ব ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তবে চলতি মাসে লকডাউনে কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। তার ফলে আর্থিক বৃদ্ধি প্রভাবিত হবে। এই রাজস্ব ক্ষতির জন্য উদ্বিগ্ন অর্থ দফতর। তবে, তৃতীয় দফার লকডাউনে মদ বিক্রির জেরে কিছুটা ঘাটতি পূরণ করা গিয়েছে, এমন দাবি করছেন রাজ্যের রাজস্ব কর্তারা। এই খাতে রাজস্ব দফতর আপাতত মোট ১৩০ কোটি টাকা আয় করেছে, এমনটাই সূত্রের খবর। তবে স্টক শেষ হয়ে যাওয়ায় এখন বন্ধ মদ বিক্রি।
ইন্ড-রা’ প্রকাশিত এই রিপোর্টে আরও ২১টি রাজ্যের প্রসঙ্গও উল্লেখ রয়েছে। এপ্রিলে গোটা দেশে সবমিলিয়ে মোট রাজস্ব ক্ষতির পরিমান ৯৭,১০০ কোটি টাকা৷






























































































































