তামাক পাতা ব্যবহার করে করোনা প্রতিষেধক!‌

0
1

করোনা থেকে মুক্তির উপায় খুঁজে চলেছেন গবেষকরা। এই কাজ করতে গিয়ে নতুন নতুন দিক উঠে আসছে। প্রতিষেধক তৈরির তালিকাতে এবার নাম লেখাল ব্রিটিশ‌–মার্কিন এক সিগারেট উৎপাদন সংস্থা। সংস্থার দাবি, করোনা প্রতিষেধক তাদের আছে। মানব দেহে প্রয়োগ করতে হবে। শুক্রবার একটি বিবৃতিতে লন্ডনের লাকি স্ট্রাইক সিগারেট উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, প্রি–ক্লিনিক্যাল টেস্ট উতরে গিয়েছে প্রতিষেধক। এখন শুধু প্রয়োজন ওষুধ নিয়ামক সংস্থার অনুমতি। তা পেলেই জুন মাসের শুরু থেকে এটি মানুষের শরীরে পরীক্ষা করা যেতে পারে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মোকাবিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তামাক পাতা। প্রথাগত পদ্ধতির থেকে এই পথে দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি করা সম্ভব বলে দাবি তাদের। এই পদ্ধতিতে সময় লাগবে মাত্র কয়েক সপ্তাহ। তবে তামাকপাতা কাজে লাগছে মানে তামাকজাত দ্রব্য কাজে আসবে তা মোটেই নয়। তাও স্পষ্ট করেছে ওই সংস্থা।