করোনার জেরে মেয়াদ বাড়ল রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতির। শুক্রবার, এই মর্মে উচ্চ শিক্ষা দফতর নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব কলেজের পরিচালন সমিতির মেয়াদ এই পর্বে শেষ হয়েছে বা হতে চলেছে তার মেয়াদ এক বছর বাড়ানো হলো। লকডাউন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় ২০১৭ আইনের ১৮ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।