১৭লক্ষ পরিযায়ী শ্রমিকের ডেটাবেস তৈরি করেছে রাজ্য : আলাপন

0
3

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। শনিবার স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন, পরিযায়ী শ্রমিকদের ১৭ লক্ষ ডেটাবেস তৈরি করা হয়েছে। রাজ্য ইতিমধ্যে ২৪হাজার এন্ট্রি পাস দিয়েছে। রাজ্য সরকার রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, ট্রেনের ভাড়া সহ পরিযায়ীদের ফেরার সমস্ত খরচা বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। পরিযায়ীদের কেউ কেউ নিজেদের উদ্যোগে ফিরছেন, কেউ কেউ ট্রেনে ফিরছেন। আজ, শনিবার, দুটি ট্রেন রাজ্যে ঢুকছে। স্বরাষ্ট্রসচিব জানান, প্রত্যেক পরিযায়ী শ্রমিকের মেডিক্যাল পরীক্ষা করা হবে। মেডিক্যাল পরীক্ষা সময়সাপেক্ষ। দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা নিচ্ছে সরকার।