স্কুলেও এবার সামাজিক দূরত্ব মেনে ক্লাস, ইঙ্গিত দিলেন মন্ত্রী

0
1

লকডাউনের জেরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অনলাইনে লেখাপড়ার ব্যবস্থা করেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে টুইটারের মাধ্যমে বৈঠকে বসেন সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।

এই অবস্থায় প্রশ্ন কবে স্কুল খুলবে। মধ্যপ্রদেশের সম্ভব জৈন প্রশ্ন করেন লকডাউনের পর কবে আর কীভাবে খুলবে স্কুল।রমেশ পোখরিয়াল জানান, স্কুল খুললে তখনও সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। স্কুলে ৩০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করতে হবে। তিনি বলেন, “ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জীবন সব থেকে বেশি দামি। ইউজিসি টাস্ক ফোর্স ঠিক করবে কীভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয় শুরু হলে কাজ কেমন হবে। একই দায়িত্ব দেওয়া থাকবে এনসিইআরটি-র কাছে।”

এই গাইডলাইন চাওয়া হয়েছে এনসিইআরটি-র কাছে। স্কুল কলেজ খুললে সুরক্ষার বিষয়টা মানতে হবে। এদিনের বৈঠকে জানান, সিবিএসই বোর্ড পরীক্ষার খাতা ইতিমধ্যেই শিক্ষকরা দেখতে শুরু করে দিয়েছেন। শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন রমেশ পোখরিয়াল। শিক্ষক, পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের অনেক বেশি তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।