খাদি মাস্ক বানিয়ে রোজগারের পথ খুলছে গ্রামের মানুষের

0
1

কোভিড-১৯ কার্যত মানব জীবনের সঙ্গী হতে চলেছে। অন্য অনেক অসুখের মতো এখন থেকে হয়তো করোনাকে নিয়ে চলতে হবে আমাদের। এই মারণ ভাইরাস থেকে চিরতরে মুক্ত হওয়া বা কোভিড-১৯ দুনিয়া তথা দেশ থেকে এখনই নির্মূল হবে, সেটা মনে হয় বলার সময় এখনও আসেনি।

তাই সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করেই জীবনধারণ করতে হবে মানুষকে। তারই অঙ্গ হিসেবে জীবনের সঙ্গী হয়ে উঠছে মাস্ক। করোনা সংক্রমণ রুখতে এবার খাদির মাস্ক তৈরিতে জোর দিল রাজস্থান সরকার। এবং এই মাস্কগুলি পুনরায় ব্যবহারযোগ্য।

রাজ্যের মোট ১ হাজার ৬১৪টি গ্রামীণ কেন্দ্র ও ৫৮টি খাদি প্রতিষ্ঠানে ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ৭০ হাজার মাস্ক তৈরি হয়েছে। যার মধ্যে এক লক্ষেরও বেশি মাস্ক পুলিশকর্মী, সরকারি কর্মচারী ও হাসপাতালে বিনামূল্যে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে চলতি লকডাউনের মধ্যেও গ্রামের মানুষের রোজগারের পথ খুলেছে বলে দাবি করেছে রাজস্থান সরকার।