আইএসসি ২০২১: অঙ্ক এবং ইংরেজি প্রশ্নপত্রের ধরন বদলাচ্ছে

0
9

২০২১ সালের আইএসসি পরীক্ষার অঙ্ক এবং ইংরেজির প্রশ্নপত্রের ধরন বদলাচ্ছে। শনিবার, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে সংশ্লিষ্ট দুটি বিষয়ে ২০ নম্বরের প্রোজেক্ট ওয়ার্ক থাকবে। অর্থাৎ, লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরে। বাকি বিষয়ের পরীক্ষা হবে ১০০ নম্বরে। এর আগে ২০২২ সালের আইএসসি পরীক্ষার জন্য এই নিয়ম চালু করেছিল বোর্ড। অঙ্ক এবং ইংরেজির কোন কোন বিষয় নিয়ে প্রোজেক্ট করা যাবে তার তালিকা দিয়েছে বোর্ড।