শনিবার বিকেল ৫টায় সিবিএসই-র দশম, দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা

0
3

লকডাউনের জেরে স্থগিত হয়ে গিয়েছিল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সেই স্থগিত হওয়া পরীক্ষার রুটিন প্রকাশ হবে শনিবার বিকেল ৫ টায়। এদিন টুইট করে একথা জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। টুইটারে তিনি লিখেছেন, সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচী শনিবার বিকেল ৫ টায় ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে নবম এবং একাদশ শ্রেণীর অকৃতকার্যদের জন্য আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন। বৃহস্পতিবার সিবিএসই-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “করোনা পরিস্থিতির জন্য আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এটি এই নিয়ম শুধুমাত্র এই বছরের জন্যই। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল।”