ঢেউয়ের সঙ্গে ভেসে আসে ফেনার স্তুপ। জমতে থাকে বেলাভূমিতে। বরফের টুকরোর ফেনার টুকরো উড়তে থাকে। দিঘার সমুদ্রের বদলে যাওয়া চিত্রে অবাক উপকূলের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধে থেকেই সমুদ্রের গর্জনের শব্দ বদলে যায়। ঢেউয়ের সঙ্গে ফেনা এসে পাড়ে জমছিল। গার্ডওয়াল পর্যন্ত ফেনা জমে বরফের মতো মনে হয়।
ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে। তার প্রভাবেই এই সফেন সমুদ্র কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
সমুদ্র বিজ্ঞানীদের মতে, সমুদ্রের দ্রবীভূত জৈব পদার্থগুলির মন্থনে সমুদ্রের ফেনা ঝড়ো হাওয়া দাপটে পাড়ে এসেছে।
লকডাউনের জেরে সমুদ্রে মৎসজীবীদের ট্রলার নেই, জাহাজও কম চলছে। এই সময় দূষণ অনেকটাই কমেছে। এই কারণেও ফেনা হতে পারে। বলে মনে করছেন বিশেষজ্ঞরা।