একদিনে সাড়ে ৬ হাজারের বেশি টেস্ট, রেকর্ড এরাজ্যে

0
1

করোনা পরীক্ষায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার সাড়ে ৬ হাজারের বেশি টেস্ট করে দেখিয়ে দিল পশ্চিমবঙ্গ। এর আগে মঙ্গলবার থেকে ৫ হাজারের বেশি টেস্ট হয়েছে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার টেস্ট হয় ৫২০৫টি নমুনা। জানা গিয়েছে শুক্রবার ২১টি ল্যাবরেটরিতে ৬৭০৬টি পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় ২৯% বেশি। এদিন পর্যন্ত রাজ্যে মোট ৬৯ হাজার ৫৪৩টি অর্থাৎ প্রায় ৭০ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, কলকাতায় কমেছে কনটেনমেন্ট জোনের সংখ্যা। ৩৩৯ থেকে একধাক্কায় কমে হয়েছে ২৮৬। শুক্রবারের হিসেব অনুযায়ী মোট করোনা আক্রান্ত রোগী ছিলেন ২৪৬১ জন।রাজ্য জুড়ে কোভিডের কারণে মোট মৃত্যু হয়েছে ১৫৩ জনের। কো-মরবিডিটির কারণে মৃত্যু সংখ্যা ৭২। শুক্রবার পর্যন্ত চিকিৎসা সুস্থ হয়ে উঠেছেন ৮২৯ জন।