ট্রেন চেয়ে রাজ্য রেলমন্ত্রককে কোনও চিঠি দেয়নি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, রাজ্য বলছে তারা নাকি ১০৫টি ট্রেনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসবে। কিন্তু এই সংক্রান্ত কোনও চিঠি পশ্চিমবঙ্গ সরকার দেয়নি বলে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দিয়েছেন। তবে নানা সূত্র থেকে রেল জানতে পেরেছে এইরকম উদ্যোগ নাকি পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। দিলীপ বলেন, রাজ্য সরকার চায় না পরিযায়ীরা ফিরুক। মুখ্যমন্ত্রী সকলকে বিভ্রান্ত করছেন। সরকারের মন্ত্রীরা কাজের কাজ কিছু করছেন না। শুধু ট্যুইট আর ট্যুইস্ট করছে। দিলীপের দাবি, তিনি নিজে প্রায় সাড়ে তিন লক্ষ পরিযায়ীদের তালিকা দিয়েছিলেন। তাদের ভবিষ্যৎ কী হলো তা জানা গেল না। বিজেপি রাজ্য সভাপতির দাবি, নোডাল অফিসারকে ফোনে পাওয়া যায় না। যে নম্বর দেওয়া হয়, সেই নম্বরও কেউ তোলে না।





























































































































