শক্তি বাড়িয়ে শনিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা

0
1

শক্তি বাড়ছে নিম্নচাপের। দিল্লির মৌসম ভবন সূত্রে খবর শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সেই নিম্নচাপ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। রবিবার পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। সোমবার থেকে বাঁক নিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

আগামী সপ্তাহে ওড়িশা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব বর্ষার কতটা পড়বে তা এখনও বলা যাচ্ছে না। চলতি বছরে গ্রীষ্মের তেমন কাজ নেই বলেই মত আবহবিদদের। এখনও পর্যন্ত তাপপ্রবাহ হয়নি। আগামী কয়েক দিনও বিকেলের দিকে জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে।