আক্রান্তের নিরিখে চিনকে পিছনে ফেলবে ভারত!

0
1

দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় ৮২ হাজার আক্রান্তের সংখ্যা। তার নিরিখে চিনকেও ছাড়িয়ে যেতে চলেছে ভারত। সরকারি হিসাব অনুযায়ী চিনে মোট আক্রান্ত ৮২ হাজার ৯২৯ জন।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। আক্রান্ত ৩,৯৬৭। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২,৬৪৯।
আক্রান্তের নিরিখে চিনের নিচেই নাম রয়েছে ভারতের। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে চিনকে ছাড়িয়ে যাবে ভারত। দেশের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বাধিক রয়েছে মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে গুজরাত। গত দুদিনে ১০ শতাংশ হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা।