বিশিষ্ট সাহিত্যিক তথা শিক্ষাবিদ আনিসুজ্জামানের প্রয়াণে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকাবার্তায় তিনি বলেন, আনিসুজ্জামানের মৃত্যুতে শিক্ষা ও সাহিত্য জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হল। প্রয়াত এই সাহিত্যিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী।