বিদেশ থেকে ফিরলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: নবান্ন

0
1

করোনা পরিস্থিতিতে বিদেশ থেকে ফিরলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক- জানাল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার ‘বন্দে ভারত মিশন’-এর অধীন বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। ফিরছেন ভিন দেশে আটকে পড়া বাংলার বাসিন্দারাও। শুক্রবার, নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে,

• রাজ্যে ফিরে তাঁদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে।

• বিমানবন্দর থেকে কেউই সরাসরি বাড়িতে ফিরতে পারবেন না।

• যাঁরা বিদেশ থেকে কলকাতা বিমানবন্দর দিয়ে ফিরবেন, তাঁরা চাইলে বিনামূল্যে রাজ্য সরকারের ৩টি কোয়ারেন্টাইন সেন্টারের যে কোনও একটিতে থাকতে পারেন।

• নিজেদের খরচে থাকতে চাইলে ১২টি বেসরকারি হোটেলের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন।

শুক্রবার, এই বিষয়ে টুইট করে রাজ্য স্বরাষ্ট্র দফতর। কলকাতায় সহ এই রাজ্যে প্রথম দিকে করোনা ছড়ায় বিদেশ ফেরত মানুষদের মাধ্যমেই। আবার যখন কেন্দ্রের উদ্যোগে বিদেশ থেকে রাজ্যে ফিরছেন বাংলার মানুষ, তখন বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য সরকারও।