বিদেশে থাকা বাংলার মানুষকে বিমানে ফেরাতে কেন্দ্রকে চিঠি

0
1

এবার বিদেশে থাকা পশ্চিমবঙ্গবাসীকে ফেরানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। ট্যুইট করে জানাল রাজ্য সরকার। বিদেশে থাকা বাংলার মানুষকে ফিরিয়ে আনার জন্য বিমান চেয়ে কেন্দ্রের কাছে আর্জি জানালেন রাজ্য সরকারের পক্ষে মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে। পাশাপাশি তিনি কেন্দ্রকে জানান, এয়ারপোর্টে কী ধরণের চেকিংয়ের ব্যবস্থা রয়েছে, কিংবা বিমানে আসা যাত্রীদের কেউ অসুস্থ হলে কোন কোয়ারান্টাইন সেন্টারে রাখা হবে, তারও বিস্তারিত তথ্য মুখ্যসচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে দিয়েছেন।