করোনায় মৃত্যু মিছিল অব্যাহত ট্রাম্পের দেশে। জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৫৪ জনের। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১৪ লক্ষ। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৮৬ হাজারের বেশি মানুষের।
সবথেকে বেশি খারাপ অবস্থা নিউইয়র্কের। মোট আক্রান্তের ৩ লক্ষ ৪৩ হাজারের বেশি। ২২ হাজারের বেশি মৃত্যু হয়েছে।
মিচিগানে ৪৯ হাজার আক্রান্তের মধ্যে ৪৭৮৭ জন লোকের মৃত্যু হয়েছে। টেক্সাসে ৪৩ হাজার আক্রান্তের মধ্যে ১২১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ফ্লোরিডাতে ৪২ হাজার আক্রান্তের মধ্যে ১৮২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্যালিফোর্নিয়াতে আক্রান্তের সংখ্যা ৭১ হাজারের মধ্যে ২৯৩৪ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ বছরের শেষের মধ্যে আমেরিকার হাতে প্রতিষেধক চলে আসবে বলে তাঁর আশা।