➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৬৭০৬ (দৈনিক সর্বোচ্চ। গতকালের তুলনায় ২৯% বেড়েছে)
➡️ মোট টেস্ট এর সংখ্যা – ৬৯,৫৪৩
➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ৩.৫৪% (গতকাল ছিল ৩.৭৮%, তার আগের দিন ছিল ৩.৯৭%)
➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ৭৭৩ (গতকাল ছিল ৬৯৮)
➡️ গত ২৪ ঘন্টায় নতুন কেস – ৮৪ (গতকাল ছিল ৮৭)
➡️ গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা – ১০ (গতকাল ছিল ৮)
➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ১৫৩
➡️ কো-মরবিডিটির কারণে মৃত্যুর সংখ্যা – ৭২
➡️ মোট ছাড়া পেয়েছে – ৮২৯ (গতকাল ছাড়া পেয়েছে ৬১)
➡️ ছাড়া পাওয়ার হার – ৩৩.৬৯% (গতকাল ছিল ৩২.৩১%)
➡️ ১০৫ টি বিশেষ ট্রেন ঘোষণা করা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া ব্যক্তিদের বাংলায় ফিরিয়ে আনার জন্য (প্রায় দেড় লক্ষ মানুষ ইতিমধ্যেই ফিরে এসেছেন)
➡️ বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যাপারে সম্মতি এবং কোয়ারিন্টিনের ব্যবস্থা সংক্রান্ত সমস্ত বিষয় কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে (উড়ানের বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে)