বন্ধ হল বারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল। এক রোগী সহ আক্রান্ত দশজন। সেই কারণেই এই সিদ্ধান্ত। বারাকপুরের বিএমআরসি নার্সিংহোমে 7 দিন আগে ডায়ালসিসের জন্য এক রোগী ভর্তি হন। পরে তাঁর করোনা ধরা পড়ে। ওই রোগীর সংস্পর্শে থাকা 32 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এই 32 জনের লালারস পরীক্ষা করা হলে 9জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এঁদের মধ্যে চারজন নার্স, 5জন স্বাস্থ্যকর্মী। এরপরে নার্সিংহোম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই নার্সিংহোমের এক তলায় যেখানে প্রথমে করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন সেই ঘরটিকে সিল করে দেওয়া হয়েছে।





























































































































