অসফল পড়ুয়াদের আরও একবার সুযোগ দেবে CBSE

0
1

CBSE বোর্ড ক্লাস ৯ ও ক্লাস ১১-এ যে সব পড়ুয়ারা সফল হতে পারেনি, তাদের পাশ করার আরও একটি সুযোগ দিতে চলেছে৷ CBSE-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে কেবলমাত্র এই শিক্ষাবর্ষের জন্য একটি বিশেষ পরীক্ষা স্কুলগুলো নিতে পারে, যে পরীক্ষার মাধ্যমে ফেল করা পড়ুয়াদের পাশ করার সুযোগ করে দেওয়া হবে। বলা হয়েছে, অভিভাবকরা অনুরোধ করেছিলেন, তাঁদের সন্তানদের দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার জন্য। সেজন্যই এই সিদ্ধান্ত ৷ তবে পরীক্ষা নেওয়ার আগে পড়ুয়াদের পড়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে। জানা গিয়েছে; অনলাইন বা অফলাইন, যে কোনও একটি পদ্ধতিতে পরীক্ষা নিতে পারবে স্কুলগুলো। চলতি সঙ্কটের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত CBSE-র। এ দিকে দশম ও দ্বাদশ শ্রেণীর ঝুলে থাকা বোর্ড পরীক্ষা ১-১৫ জুলাইয়ের মধ্যে করা হতে পারে, এমনই খবর CBSE সূত্রের৷