কলকাতায় চালু অ্যাপ ক্যাব, এই গাড়িতে উঠতে কী কী শর্ত মানতে হবে?

0
1

শুক্রবার থেকে চালু হল অ্যাপ ক্যাব। সকাল থেকে প্রায় ৫০০টি গাড়ি চালু হয়েছে। ভাড়া কিলোমিটার প্রতি ২০টাকা। নির্দিষ্ট নম্বরে এই অ্যাপ ক্যাব বুক করা যাচ্ছে। কী শর্তে চড়তে পারবেন এই ক্যাবে?

১. জরুরি কারণে এই ক্যাব বুক করা যাবে। দিতে হবে যথার্থ কারণ

২. জ্বর বা শ্বাসকষ্ট থাকলে ক্যাবে চড়া যাবে না

৩. চালক ছাড়া দু’জন যাত্রী চড়তে পারবেন

৪. চালকের পাশের আসনে বসা যাবে না

৫. সামনের ও পিছনের আসনের মাঝে থাকবে প্লাস্টিকের আড়াল

৬. গাড়িতে ওঠার আগে গাড়ি স্যানিটাইজ করতে হবে

৭. স্যানিটাইজার দিয়ে হাত সাফাই করে গাড়িতে উঠতে হবে

৮. সকলের জন্য মাস্ক বাধ্যতামূলক

৯. যারা যাত্রী, তাদের ঠিকানা থেকে সবরকম তথ্য রাখা হচ্ছে সংস্থার পক্ষ থেকে