এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য চলতি বছরের জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সমস্ত বুকিং টিকিট ক্যানসেল করে দিল ভারতীয় রেল। ৩০ জুন অবধি যাঁরা টিকিট কেটে ফেলেছেন তাঁদের সেই টাকাও সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
রেলেও নিয়ম অনুসারে ১২০ দিন আগে থেকে টিকিট বুকিং শুরু হয়। সেভাবে লকডাউনের আগে অনেকেই বেড়াতে যাওয়া, চিকিৎসা করতে যাওয়া, তীর্থে যাওয়া কিংবা যে কোনও কারণে যাঁরা টিকিট বুকিং করেছিলেন, সেই সমস্ত টিকিট বাতিল করা হয়েছে।
তবে “শ্রমিক স্পেশাল” ট্রেন যেমন চলছে তেমনই চলবে।






























































































































