ছত্তিশগড় থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার অনুমতি চেয়ে রাজ্যকে চিঠি সোমেন মিত্রের

0
3

সোনিয়া গান্ধীর নির্দেশ মেনে নিজেদের খরচে ছত্তিশগড় থেকে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

এই মর্মে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আজ, বৃহস্পতিবার এই চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে সোমেন মিত্র লিখেছেন, ছত্তিশগড়ে এই রাজ্যের যে শ্রমিকরা আটকে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে কংগ্রেস উদ্যোগ গ্রহণ করেছে। সেখানকার সরকার এবং ওই রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে সমস্ত রকম ব্যবস্থা করেছে। সোমেন মিত্রের অনুরোধ, রাজ্য সরকার এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিক।