ফের অনেকটাই বেড়ে গেল ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকালে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৩। অ্যাকটিভ কেস ৪৯,২১৯। পাশাপাশি ভারতে করোনায় মৃত্যুসংখ্যা বেড়ে হয়েছে ২৫৪৯। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বেড়ে হয়েছে ২৬ হাজার ২৩৫। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে প্রকাশিত তথ্য।