জোড়া ট্যুইট নিয়ে সাত সকালেই ফের আসরে জগদীপ ধনখড়

0
1

ফের সাতসকালেই রাজ্যপালের জোড়া ট্যুইট৷

কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনার জবাব দেওয়ার দায়িত্ব নিয়ে
মাঠে নেমেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বৃহস্পতিবারও বাংলাতেই ট্যুইট করেছেন তিনি৷ আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থানকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন৷ একই সঙ্গে মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রীর এই নেতিবাচক অবস্থান পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়৷

রাজ্যপাল লিখেছেন, “দূরদৃষ্টিসম্পন্ন যুগান্তকারী প্যাকেজ অর্থনীতি এবং ছোট ব্যবসার জন্য দারুন হিতকারী। কোভিড-19 এর সুড়ঙ্গপথ পেরিয়ে আশার আলোকরশ্মির বন্যা দেখা যাবে৷ MamataOfficial #TroikaMAP নেতিবাচক অবস্থান দুঃখজনক – পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়৷ চক্রান্তকারী #TroikaMAP নিষ্ক্রিয় হোক – নজর নিবদ্ধ থাক স্বাস্থ্য/পিডিএস এবং পরিযায়ীদের সমস্যার ওপর।”

প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী নবান্নে বসে অভিযোগ করেন “এটা একটা অশ্ব ডিম্ব,বিগ জিরো।”