সুস্থ সন্তানের জন্ম দিলেন হাওড়ার করোনা আক্রান্ত মহিলা

0
1

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফের একটা জয়। আবারও কোভিড-১৯ আক্রান্ত এক মহিলা সুস্থ সন্তানের জন্ম দিলেন। ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে হাওড়ার বাসিন্দা ওই মহিলা সুস্থ এক ফুটফুটে সন্তানের জন্ম দেন। হাসপাতাল সূত্রে খবর মা ও শিশু সন্তান দু’জনেই এখন ভালো আছেন।

প্রথমে করোনা আক্রান্ত ওই মহিলা কলকাতার বাইপাস সংলগ্ন মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে ফুলেশ্বরের হাসপাতালে নিয়ে আসা হয়। এবং সেখানেই তিনি সুস্থ সন্তানের জন্ম দেন।

প্রসঙ্গত, ফুলেশ্বরের এই কোভিড হাসপাতালে সম্প্রতি আরও এক করোনা আক্রান্ত মহিলা সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন। এবং করোনা মুক্ত হয়ে মা ও সন্তান বাড়ি ফিরেছেন।