করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর মারা গেলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

0
1

নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে দেশে দেশে লকডাউন চলছে। ব্যতিক্রম নয় ভারতও। কিন্তু এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেতে শুধুমাত্র সমাজকে লকডাউন করা যথেষ্ট নয় বলে আগেই জানিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (WHO) কার্যনির্বাহী ডিরেক্টর মাইক রিয়ান।শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল ।
মানুষের সেবায় নিবেদিত প্রাণ হওয়ায় রোগী এবং তাঁদের আত্মীয়দের কাছে তিনি হয়ে উঠেছিলেন ‘অনন্য সাধারণ’। করোনা বিরোধী লড়াইয়ে যোদ্ধাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন। কিন্তু সেই করোনার কাছেই শেষ পর্যন্ত হার মানলেন। দীর্ঘ লড়াইয়ের পর মারা গেলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক পূর্ণিমা নায়ার (৫৫)।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, জন্মসূত্রে কেরলের হলেও দিল্লি থেকেই কর্মসূত্রে ইংল্যান্ডের বিশপ অকল্যান্ডের স্টেশন ভিউ মেডিক্যাল হাসপাতালে পৌঁছেছিলেন। কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর বুধবার নর্থ টিস হাসপাতালে তিনি মারা যান। ব্রিটেনে এই নিয়ে দশজন চিকিৎসক করোনার প্রকোপে প্রাণ হারালেন।
পূর্ণিমা নায়ারের মৃত্যুর খবর জানিয়ে মেডিক্যাল সেন্টার থেকে বলা হয়, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকর্মী, ভালোবাসার মানুষ এবং বন্ধু চিকিৎসক পূর্ণিমা নায়ারকে আমরা হারালাম। কোভিড-১৯ এর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’