পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলে ভাইরাস সংক্রমণ বাড়তে পারে- এই আশঙ্কা করেছিল প্রশাসন। সেটাই সত্যি হল বিহারে। বিভিন্ন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ১৯০ জন কোভিড-১৯ সংক্রমিত বলে প্রশাসনিক সূত্রে খবর। ৪ মে থেকে ১২ মে-র মধ্যে তাঁরা বিহারে ফিরেছেন।
পটনায় সংক্রমিত ১১ জন
বেগুসরাইতে সংক্রমিত ২৬ জন
ভাগলপুরে সংক্রমিত ১৩ জন
খাগাড়িয়ায় সংক্রমিত ১০ জন
কিষানগঞ্জে সংক্রমিত ৬ জন
পশ্চিমবঙ্গ লাগোয়া কিষানগঞ্জে সংক্রমণ ছড়ানোয় সীমানায় সংলগ্ন জেলা প্রশাসনও।