কী লিখেছিলেন নির্মলা? যার জন্য ক্ষমা চাইলেন!

0
1

ট্যুইটে মারাত্মক ভুল করে জিভ কেটে ক্ষমা চাইলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রীর ২০লক্ষ কোটির প্যাকেজের কথা বলতে গিয়ে তিনি ট্যুইটে লিখেছিলেন শুধুই ২০লক্ষর প্যাকেজ। বাদ চলে যায় ‘কোটি’ শব্দই। ভুল বুঝে ক্ষমা চেয়ে ঠিক করার আগেই নির্মলার ট্যুইট ভাইরাল। বিষয়টি যে নেহাতই ভুল তা বলার অপেক্ষা রাখে না।

অর্থমন্ত্রীর সেই ট্যুইট

ভুল স্বীকার করে অর্থমন্ত্রীর ফের ট্যুইট