ফের টুইট করে রাজ্যে পাঠানো চাল-ডালের হিসাব দিলেন রাজ্যপাল

0
1

ফের টুইট রাজ্যপালের৷ এবারের বিষয়, কেন্দ্রের তরফে এ রাজ্যকে কত পরিমাণে চাল-ডাল দেওয়া হয়েছে তার ফর্দ৷

কেন্দ্র কত মেট্রিক টন চাল-ডাল রাজ্যকে পাঠিয়েছে, তার হিসাব দিতেই এদিনের টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের৷। একই সঙ্গে আগামী দিনে কত চাল-ডাল পাঠানো হবে তার হিসাবও তুলে ধরেছেন রাজ্যপাল।
বুধবার পরপর দুটি টুইট করে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন মাসিক জনপ্রতি ৫ কেজি চাল এবং পরিবার পিছু১ কেজি ডাল। ইতিমধ্যেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ৫৭০২৭৭.৩৪০ মেট্রিক টন চাল এবং নাফেড ১৪৫২৯ মেট্রিক টন ডাল সরবরাহ করে দিয়েছে রাজ্যকে। আগামী মাসগুলোতেও সরবরাহব্যবস্থা যথাযথভাবে চালু থাকবে। জুন মাসে কোন ধরনের ডাল রাজ্যের চাই তা নাফেডকে জানাতে হবে। সবাইকে সুনিশ্চিত করতে হবে যাতে একমাত্র সরকারি বণ্টন ব্যবস্থার মাধ্যমে সঠিক মাত্রা এবং গুনমানের রেশন গরিব মানুষের হাতে পৌঁছায়।”