BREAKING: কলকাতায় শুরু হচ্ছে বেসরকারি বাস-মিনিবাস পরিষেবা! নূন্যতম ভাড়া ২০ টাকা?

0
1

আগামী সপ্তাহ থেকে কলকাতায় চলবে বেসরকারি বাস এবং মিনিবাস।

পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে আজ, বুধবার বৈঠক হয়।

বৈঠকে ছিলেন সমস্ত বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের কর্তারা।

আগামী ১৫ তারিখের মধ্যে সমস্ত বাস সংগঠনগুলিকে দেওয়া হবে কলকাতার কনটেইনমেন্ট এরিয়ার তালিকা।

সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে বাস রুট-এর বিষয়ে।

ভাড়া ২০ টাকার উপরে হোক, এমনটাই দাবি বেসরকারি বাস-মিনিবাস সংগঠনগুলোর।

যদিও মিনিবাস সংগঠনের দাবি সর্বনিম্ন ভাড়া হোক ২৫ থেকে ৩০ টাকা।

ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাস মালিক সংগঠনগুলি জানাবে রাজ্য সরকারকে।

একই রুটে সরকারি এবং বেসরকারি বাসের ভাড়া একই হোক এমনটাই দাবি বাস মালিক সংগঠনগুলির।