কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা বাম ছাত্র-যুবদের

0
1

করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে কার্যত অনাহারে বা অর্ধাহারে দিন কাটছে একাংশের মানুষ। এই অবস্থায় রান্না করা খাবার দিচ্ছে বাম ছাত্র-যুব সংগঠন। রাজ্যের একাধিক জায়গায় কমিউনিটি কিচেন খুলেছে বাম ছাত্র-যুবরা। এবার একই চিত্র উত্তরপাড়া, কোন্নগরে। প্রতিদিন প্রায় ৬০০ জন সাধারণ মানুষের হাতে এই রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে।

বর্ষীয়ান সিপিআইএম নেতা জোতিকৃষ্ণ চ্যাটার্জি বলেন, “লকডাউনের জন্য কাজ নেই। অসহায় অবস্থা মানুষের। তাই আমাদের যুব সংগঠনের উদ্যোগে এই কমিউনিটি কিচেন খুলে খাবারের ব্যবস্থা করা হয়েছে।” উত্তরপাড়া পুরসভা এলাকায় ২ টি ও কোন্নগর পুরসভা এলাকায় ২ টি কিচেন খোলা হয়েছে বলে জানান তিনি।