শ্রীরামপুরের পরে উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। প্রশাসন সূত্রে খবর, গুজব ছড়ানোর রুখতে এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর চালাচালি বন্ধ করতেই এই পদক্ষেপ করা হয়েছে।
এদিকে লকডাউনে অনলাইনে লেখাপড়া করছেন ছাত্রছাত্রীরা। ইন্টারনেট বন্ধ থাকায় তাঁদের লেখাপড়া যেমন শিকেয় উঠেছে, তেমনই লকডাউনে যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাঁরাও বিপাকে পড়েছেন। এর সঙ্গে ইন্টারনেট নির্ভর জরুরি কাজকর্মও সম্পূর্ণ বন্ধ।