করোনাযোদ্ধাদের প্রণামে শুভেন্দুর ফ্লেক্স, জল্পনা

0
1

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি ফ্লেক্স। করোনাযোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়া ও সাফাইকর্মীদের প্রণাম জানাচ্ছেন তিনি। এটির প্রচারক কাঁথি সমবায় ব্যাঙ্ক হলেও ছবি এখন কলকাতার রাজপথেও। এবং এ নিয়ে জল্পনা। কথা উঠছে, সাধারণত এ ধরণের প্রচারে তৃণমূল নেতারা নিজের বক্তব্যের সঙ্গে দলনেত্রীর ছবি বা উল্লেখ রাখেন। এখানে তার কিছুই নেই। এটা বিরল ঘটনা। কে এমন হল, তা নিয়ে জোর চর্চা। অন্যদিকে শুভেন্দু শিবিরের বক্তব্য, এটি কাঁথি ব্যাঙ্কের সহযোগিতার উল্লেখ করে শুভেন্দুঅনুগামীদের তরফে যোদ্ধাদের প্রণাম। তার পিছনে অন্য কোনো গল্প খোঁজা অর্থহীন। যদিও কলকাতার রাজপথে কাঁথি ব্যাঙ্কের উল্লেখে এহেন ছবি দেখে তৃণমূলশিবিরেই আলোচনা সবচেয়ে বেশি। শুভেন্দুর ঘনিষ্ঠমহলের বক্তব্য, তিনি নিজের মত করে বহু জায়গায় সাহায্য পাঠিয়েছেন। তাঁর নিজস্ব সত্তা থেকেই এই প্রচার। এর পিছনে আলাদা থাকার আলোচনা অর্থহীন।