“করোনাকে হালকা ভাবে নেবেন না,” মুখ্যমন্ত্রীকে চিঠি প্রবাসী চিকিৎসকের

0
1

করোনা উদ্বিগ্ন প্রবাসী চিকিৎসক। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধ করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন আমেরিকাবাসী চিকিৎসক। হৃদরোগ বিশেষজ্ঞ ডা: ইন্দ্রনীল বসু রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ” এই ভাইরাসকে হালকা ভাবে নেবেন না। ভাইরাস রুখতে এবং মৃত্যুর হার কমাতে সবরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গ সমেত গোটা ভারতের মানুষ ভাগ্যবান। ভায়রাল স্ট্রেন আলদা হাওয়ায় ব্যাপক ভাবে সংক্রমণ ছড়ায়নি।

চিকিৎসক চিঠিতে উল্লেখ করেন, “একটি নির্দিষ্ট এলাকায় ভাইরাসের সংক্রমণ হলে তা দ্রুত ছড়িয়ে পড়বে। মৃত্যু-মিছিল আটকাতে সামাজিক দায়িত্ব পালন করতেই হবে। প্রশাসনকে কঠোর হতে হবে। করোনা আক্রান্তদের ঠিক ভাবে চিহ্নিত না করা হলে হাজার মানুষ সংক্রমিত হবে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে।”

ভাইরাসকে কিলিং ম্যাশিন বলে তাকে রোখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। তিনি লেখেন, সঠিক পদক্ষেপ, পরীক্ষা, সংস্পর্শে আসা মানুষদের আলদা করা আর সামাজিক দূরত্ব যদি ঠিক ভাবে পালন করা যায় তাহলে পশ্চিমের দেশগুলোর মতো ভয়াবহ পরিস্থিতি হওয়ার থেকে বাঁচা যাবে।