একনজরে বাংলার করোনা আপডেট

0
1

➡️ গত ২৪ ঘন্টায় নতুন পজিটিভ কেস – ১১৭ (গতকাল ছিল ১১০)

➡️ মোট কোভিড কেস – ২২৯০

➡️ মোট অ্যাক্টিভ কেস – ১৩৮১ (গতকাল ছিল ১৩৬৩)

➡️ মোট ছাড়া পেয়েছেন – ৭০২

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৫০১০ (দৈনিক সর্বোচ্চ। গতকাল ছিল ৫০০৭)

➡️ মোট টেস্ট এর সংখ্যা – ৫৭,৬৩২

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ৩.৯৭% (গতকাল ছিল ৪.১৩%)

➡️ গত ২৪ ঘন্টায় মৃত্যুর (দুঃখজনক) সংখ্যা – ৯

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ১৩৫

➡️ কো-মরবিডিটির কারণে মৃত্যুর সংখ্যা – ৭২

➡️ মোট টেস্টিং ল্যাব এর সংখ্যা – ২০ (গতকালের সাথে ২ টি যোগ হয়েছে)

➡️ শুধু করোনা চিকিৎসার জন্য ৮৫৭০ শয্যা বিশিষ্ট ৬৮ টি কোভিড হাসপাতাল রয়েছে। এখনও পর্যন্ত ১৬% বেড ব্যবহৃত হয়েছে

➡️ বাংলা সেন্টিনেল সার্ভে শুরু করবে। সব জেলায় এই সমীক্ষা হবে। এই ডেটা তৃণমূল স্তরে কোভিডের বিরুদ্ধে প্রতি মুহূর্তে লড়াই করতে সাহায্য করবে