মাস্ককে জীবনের সঙ্গী করে নিন, নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

0
1

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সতর্কতা অবলম্বন জারি সামাজিক দূরত্ব বিধি। বাজার-রাস্তা-পাড়ায় পাড়ায় চলছে স্যানিটাইজার। রাস্তায় বেরোলেই ফেস কভার বা মাস্ক কার্যত বাধ্যতামূলক করা হয়েছে। করোনার শেষ কোথায় কেউ জানে না।

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, “মাস্ককে জীবনের সঙ্গী করে নিন। করোনা থাকবেই। কিন্তু করোনাকে অযথা ভয় পাবেন না”। আজ, বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমরা চাইছি আরও দোকান খুলুক। তবে জনবহুল এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। বাইরের জিনিসে হাত দেওয়ার আগে গ্লাভস পরে নেওয়াটা জরুরি”।