গত ২০ বছরে ৫ বার বিশ্বকে কাঁদিয়েছে চিন : রবার্ট ও’ব্রায়েন

0
1

সারা বিশ্বকে গত ২০ বছরে ৫ বার কাঁদিয়েছে চিন। এবার এটা বন্ধ হওয়া প্রয়োজন। করোনা সংক্রমণের জন্য চিনকে আগেও কাঠগড়ায় তুলেছে আমেরিকা। এবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন কড়া ভাষায় বিঁধলেন। তাঁর স্পষ্ট কথা, সারা বিশ্বে প্রায় ৩ লক্ষ মৃত্যুর কারণ চিন। মঙ্গলবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি বলেন,

“আমরা বারবার চিনের এই আঘাত মেনে নেব না”।
রবার্ট ও’ব্রায়েন বলেন,” সার্স, অ্যাভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু এখন কোভিড। সবসময় সারা বিশ্বকে স্বাস্থ্য বিপর্যয়ের সামনে দাঁড় করিয়েছে চিন।”

ভাইরাসের উৎস খুঁজতে তদন্ত করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু তাতে নারাজ বেজিং। ক্ষোভ উগড়ে মার্কিন উপদেষ্টা জানিয়েছেন, ভবিষ্যতে ফের চিন থেকে অন্য একটি ভাইরাস আসার পথ বন্ধ করতে হবে। কোনও সময়সীমা উল্লেখ না করে ওব্রায়েন বলেন ভাইরাসের উৎস কোথায় তার প্রমাণ সংগ্রহের কাজ চলছে।