মেয়াদ বাড়ল কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর

0
3

হাইকোর্টের নির্দেশে মেয়াদ বাড়ল কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর  মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে, কলকাতা পুরসভার নবগঠিত প্রশাসক মণ্ডলীর ২০ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানো হল। গত ৩০ এপ্রিল কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়। পুরসভা পরিচালনার জন্য ১৪ জন সদস্য নিয়ে তৈরি হয় প্রশাসক মণ্ডলী। যার মাথায় রয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় হাইকোর্টে। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, করোনা আবহে আর কোনও জটিলতা নয়। ২০ জুলাই পর্যন্ত এই প্রশাসক মণ্ডলী কাজ করবে।