লকডাউন শেষ করা হবে না চতুর্থ দফা যাওয়া হবে? এ নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অদ্ভুতভাবে এমন দুটি রাজ্য লকডাউন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেছে যারা এই মুহূর্তে করোনায় মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। প্রথম রাজ্যটি হল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাত। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রেল এবং বিমান চালানোর পক্ষে সওয়াল করেন। অথচ তাঁর রাজ্যে মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কনটেইনমেন্ট জোন ছাড়া বাকি দিল্লিতে লকডাউন তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর রাজ্যে ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত, আর মৃত্যুর সংখ্যা ৭৩। এই দুই রাজ্যের লকডাউন তুলে নেওয়ার পক্ষে সওয়াল অন্য রাজ্যগুলিকে কিছুটা বিরক্ত করেছে লকডাউন এর পক্ষে জোরালো সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পাঞ্জাব ও বিহারের মুখ্যমন্ত্রীরা।































































































































