ফের অ্যাম্বুল্যান্স না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ। বেলঘরিয়া বিবেকানন্দ নগরের বছর ৫০-এর বাসিন্দা রামএকবাল মাজি সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন। সেই সময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এলাকারই উন্নয়ন সেবা সমিতির থেকে অ্যাম্বুল্যান্স চাওয়া হলে সেটা প্রথমে দিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। এরপর প্রায় দু ঘণ্টা বাদে অ্যাম্বুল্যান্স পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই অ্যাম্বুল্যান্সটিকে ভাঙচুর করেন। এলাকাবাসীর অভিযোগ এর আগেও বেশ কয়েকজন মুমূর্ষু রোগীকে এই পরিষেবা দিতে অস্বীকার করা হয়।