যেকোনও সময় উড়ান চালু, বিমানবন্দরকে তৈরি থাকার নির্দেশ দিল কেন্দ্র

0
1

ট্রেনের পরে এবার কি লকডাউনের মধ্যেই বিমান পরিষেবা চালু করবে কেন্দ্র? এমনই ইঙ্গিত মিলছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে। যাত্রীবাহী বিমান চালুর প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে। কেন্দ্রের তরফে এই নির্দেশ পাওয়ার পরেই তৎপর হয়েছে কলকাতা বিমানবন্দর। সেখানে ইতিমধ্যে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়ে গিয়েছে।

নির্দেশ পেলেই যাতে উড়ান চালু করা যায় সেই মতো তৈরি থাকতে বলা হয়েছে বিমানবন্দরগুলিকে। তবে সে ক্ষেত্রে কিছু নির্দেশ মেনে চলতে হবে।

• বিমানে ওঠার ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়াতে হবে

• বিমানবন্দরের লাউঞ্জে পাশাপাশি বসা আটকাতে মার্কিং করে দিতে হবে

• সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে

• মাস্ক অথবা মুখ ঢাকা বাধ্যতামূলক

17 তারিখ শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। তারপর আর মেয়াদ বৃদ্ধি হবে কি না এখনও জানা যায়নি। তবে তার মধ্যেই দেশে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হতে পারে বলে ইঙ্গিত।