“করোনা মোকাবিলায় ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পরিস্থিতি এখন খুব খারাপ। এর থেকে খারাপ পরিস্থিতি কিছু হতে পারেনা। মুখ্যমন্ত্রীর উচিৎ এখন সরে দাঁড়ানো।দলেরই বর্ষীয়ান কাউকে এখন মুখ্যমন্ত্রীর পদ দেওয়া উচিত”। আজ, মঙ্গলবার এমন ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
সিপিএম নেতা এর পাশাপাশি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সচিবদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। কিন্তু মন্ত্রীদের বাঁচিয়ে দেওয়া হচ্ছে। ব্যর্থতার দায়ভার মন্ত্রীদের নিতে হবে। তাদের সরিয়ে দিতে।
সুজনবাবুর অভিযোগ, “এই রাজ্যে কোনওরকম পরিকল্পনা নেই, মানুষ কী খাবে, কী করে বেঁচে থাকবে তার কোনও পরিকল্পনা রাজ্য সরকার করছে না। কোভিড মুক্ত মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়ে করোনা নিয়ে ফিরছেন। রাজ্যে এখন পরিস্থিতি সবথেকে খারাপ। মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে সরে দাঁড়ানো”।





























































































































