মৃতদেহের পাশেই চলছে করোনা চিকিৎসা, ভাইরাল ভিডিও

0
1

সারি সারি পড়ে রয়েছে মৃতদেহ। তার মাঝেই চলছে অন্য রোগীর চিকিৎসা। কোনও সিনেমার দৃশ্য নয়। করোনা মুম্বইয়ের এক হাসপাতালের এমনই বেহাল দশা। মুম্বইয়ের কেইএম হাসপাতালের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুম্বইয়ের বিজেপি বিধায়ক নীতিশ রানে এই ভিডিও শেয়ার করেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে, তিনটি দেহ নীল পলিথিনের প্যাকেটে মুড়ে রাখা। আর ঠিক তার পাশেই রোগীদের চিকিৎসা চলছে। এই ভিডিও ভাইরাল হতেই উদ্ধব ঠাকরে সরকারের দিকে সমালোচনার আঙুল উঠেছে। মুম্বইয়ের এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে৷ ভিডিওর ক্যাপশনে নিতিশ রানে লিখেছেন, ‘কেইএম হাসপাতালের আজ সকাল ৭টার ছবি। বিএমসি চায়না এই পরিস্থিতির উন্নতি হোক। স্বাস্থ্য কর্মীদের জন্য খারাপ লাগছে। তাঁদের এই অবস্থায় কাজ করতে হচ্ছে।”