পরিযায়ী শ্রমিকদের ধাপে ধাপে ফেরানো হবে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নে বলেন, যারা বাসে বা গাড়িতে করে ফিরতে চাইছেন তারা স্থানীয় জেলাশাসককে জানান। নইলে স্ক্রিনিং করতে অসুবিধে হচ্ছে এবং তাদেরকে কোথাও কোথাও দীর্ঘক্ষন আটকে থাকতে হচ্ছে। এটা বন্ধ করার জন্য এই অনুরোধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে আরও ১০০টি ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য উদ্যোগ নিচ্ছে।





























































































































