ভারতের সামনে বড় সুযোগ! চিন থেকে উৎপাদন সরিয়ে এদেশে আনতে চায় অ্যাপেল

0
1

চিনের উহান ছিল মারণ করোনাভাইরাসের উৎপত্তিস্থল। চিনের সেই ভাইরাস আজ বিশ্বমহামারি ছড়িয়েছে। আর সেজন্য বহু শিল্পসংস্থাই এখন চিন থেকে সরে যেতে চাইছে। এদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক টেক জায়ান্ট অ্যাপেল। এই সংস্থাটি এখন তাদের এক-পঞ্চমাংশ উৎপাদন চিন থেকে সরিয়ে ভারতে আনার পরিকল্পনা করেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই বিষয়ে অ্যাপেলের সিনিয়র এক্সিকিউটিভ এবং ভারত সরকারের উচ্চপদস্থ অফিসারদের মধ্যে গত কয়েকদিন আলোচনাও হয়েছে। বিশ্ববাণিজ্যে চিনের সর্বনাশ যাতে ভারতের পৌষমাস হয়ে ওঠে এজন্য কেন্দ্রের মোদি সরকারও চেষ্টার কসুর করছে না।

আইফোন নির্মাতা সংস্থাটি বর্তমানে এর স্থানীয় উৎপাদন বাড়িয়ে আয় করতে চাইছে। আর সেই জন্য অ্যাপেল চিনের বিকল্প হিসেবে উৎপাদনের স্থান খুঁজছে। কারণ অ্যাপেল চাইছে স্থানীয় স্তরে আয় আগামী পাঁচ বছরে ৪০ বিলিয়ন ডলার করতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে একথা জানা গিয়েছে। করোনা সংকটের কারণে এখন বহু সংস্থাই চিন ছাড়তে আগ্রহী । আর তার ফলেই আশা বাড়ছে ভারতের। যেসব সংস্থাগুলি চিন ছেড়ে আসতে আগ্রহী তাদের জন্য জমি জোগাড়ের ব্যবস্থা করতে নেমে পড়েছে ভারত। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গুজরাট, অন্ধ্র, তামিলনাড়ু, কর্নাটকে শিল্পের জমি নির্দিষ্ট করার কাজ চালাচ্ছে। সেই জমির পরিমাণ লুক্সেমবার্গের আয়তনের দ্বিগুণ বলে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্যে প্রকাশ, এজন্য গোটা দেশে ৪,৬১,৫৮৯ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। অ্যাপেলের প্রকল্প বাস্তবায়িত হলে তা নিশ্চিতভাবেই ভারতের জন্য বিরাট সুখবর।