প্রধানমন্ত্রীর ঘোষণা: 20 লক্ষ কোটি টাকার বিশেষ প্যাকেজ। এতে বড়, মাঝারি, কুটির, সব শিল্পকে আত্মনির্ভর করবে। কৃষক, শ্রমিকের উপকার হবে। মধ্যবিত্ত করদাতাদের লাভ হবে। শিল্পপতিদের উৎসাহ দেবে। অর্থমন্ত্রী বিস্তারিত জানাবেন আগামী কাল থেকে কয়েকদিন ধরে। এর মধ্যে সরকারি টাকা মানুষের কাছে পৌঁছেছে। জনধন, আধার, মোবাইল দিয়ে। এই সংস্কার চলতেই থাকবে। এতে দেশের মজবুতি আনবে। মেক ইন ইন্ডিয়া শ্লোগান কার্যকর হবে। উৎপাদন বাড়িয়ে বিশ্বের বাজারে প্রভাব বাড়াতে হবে।































































































































