লকডাউনের ৪৯ দিনের মাথায় জাতির উদ্দেশে তাঁর পঞ্চম ভাষণে প্রধানমন্ত্রী যা বললেন…

0
1

১. একটি ভাইরাস সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিল। বিশ্বের কোটি কোটি মানুষ কার্যত যুদ্ধে নেমেছেন। এই ধরনের সংকট আমরা না দেখেছি যা শুনেছি। মানবজাতির ক্ষেত্রে এটি অকল্পনীয় বিষয়

২. শুধু দেশে নয় বিদেশেও মানুষ তাদের পরিবারকে হারিয়েছেন। তাদের জন্য আমার সংবেদনা রইল

৩. বহুদিন থেকে শুনছি, একবিংশ শতাব্দী ভারতের। রাষ্ট্র হিসেবে আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে

৪. আমরা কীভাবে এগিয়েছি তার একটা উদাহরণ দিই। ভারতে একজনও আক্রান্ত হওয়ার আগে আমাদের দেশে পিপিই কিট বা এন ৯৫ মাস্ক কার্যত তৈরি হতো না। আর আজ, পিপিই কিট আর এন-৯৫ মাস্ক দৈনিক উৎপাদন হচ্ছে ২ লক্ষ করে

৫. ভারতের প্রভাব অন্য দেশের মানুষের উপর পড়ে

৬. বিশ্ব উষ্ণায়ন কিংবা যোগা কিংবা ওষুধ, ভারতের প্রশংসা এসব নিয়ে বিশ্ব জুড়ে হয়

৭. সতর্ক থেকে করোনার সব নিয়ম পালন করতে হবে

৮. এই শতাব্দীর শুরুতে ওয়াই টুর সমস্যা তৈরি হয়েছিল। আমাদের বিজ্ঞানী, প্রযুক্তিবিদরা সেখানে সফল

৯. আমি কচ্ছের ভূমিকম্প দেখেছি। মনে হয়েছিল আর বোধহয় ঘুরে দাঁড়ানো যাবে না। কিন্তু কচ্ছ ঘুরে দাঁড়িয়েছে

১০. ভারত দাঁড়িয়ে পাঁচ স্তম্ভে। অর্থনীতি, পরিকাঠামো, আমাদের সিস্টেম, আমাদের ভায়াব্রান্ট ডেমোগ্রাফি, চাহিদা

১১. আর্থিক প্যাকেজের ঘোষণা করছি। আত্মনির্ভর ভারত তৈরিতে কাজে লাগবে

১২. রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা আর প্যাকেজ যোগ করলে ২০ লক্ষ কোটির প্যাকেজ হবে। যা ভারতের জিডিপির ১০%

১৩. ২০ লক্ষ ২০২০ তে

১৪. এই প্যাকেজ ল্যান্ড, লেবার, কুটির, লঘু শিল্প, এমএসএমই, কৃষক, শ্রমিকের, মধ্যবিত্তর, শিল্পপতিদের জন্য

১৫. কাল,বুধবার অর্থমন্ত্রী স্পষ্টভাষায় জানাবেন এই আর্থিক প্যাকেজের পুঙ্খানুপুঙ্খ বিষয়টি

১৬. জনধন যোজনা কিন্তু এই লকডাউনেও নিশ্চুপভাবে সম্ভব হয়েছে

১৮. আত্মনির্ভরতা গ্লোবাল সাপ্লাই চেনকে বড় ভূমিকা নেবে

১৯. আর্থিক প্যাকেজে এই বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে

২০. ভারতের সব ধরণের মানুষের জন্য কিছু না কিছু থাকবেই।

২১. করোনা সঙ্কটে দেখেছি, লোকাল মার্কেটই আমাদের বাঁচিয়েছে। যে গ্লোবাল ব্র‍্যান্ড আপনি ব্যবহার করেন, তা একদিন এমনই লোকাল ছিল। আজ থেকে প্রত্যেক ভারতবাসীকে লোকাল প্রোডাক্টের জন্য ভোকাল হতে হবে

২২. খাদি কিনতে যখন বলেছিলাম তারপর দেখুন, সেই খাদিকে আপনারাই গ্লোবাল ব্র‍্যান্ড বানিয়েছেন

২৩. বিজ্ঞানীরা বলছেন, করোনা আমাদের জীবনে জড়িয়ে থাকবে অনেকদিন। তাই জীবন চলতে হবে

২৪. তাই লকডাউন ফোর একদম অন্যরকম হবে। এর সব খুঁটিনাটি আপনারা ১৮ মের আগে পেয়ে পাবেন।

২৫. আত্মনির্ভর ভারত ২১ শতাব্দীর ভারত তৈরি করবে