দেশ লকডাউন বাড়বে, নিয়ম 18 মের আগেই: মোদি By EBBS Desk - May 12, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp মোদি বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াই চলছে। লকডাউন ফোর হবে। তবে এবার নিয়মের মধ্যে থেকেই নতুন প্রাণশক্তির বিকাশ হবে। নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই হবে। আত্মনির্ভর ভারত হবে। মোদি অবশ্য নতুন কোনো তারিখ ঘোষণা করেন নি।