রাজ্যের সব জেলাশাসক, পুলিস সুপার, পুলিস কমিশনার এবং জেলা স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে আজ, মঙ্গলবার বেলা ৩টেয় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন ফের বৃদ্ধি করা না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা চূড়ান্ত করা হতে পারেন এই বৈঠকে৷
একইসঙ্গে করোনা সংক্রমণ নিয়ে রাজ্যের বর্তমান অবস্থার পর্যালোচনাও করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়েছে, জেলা প্রশাসনকে তা জানিয়েও দেবেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকার চাইছে, যেসব এলাকায় সংক্রমণ রয়ে গিয়েছে, সেই সব এলাকায় কন্টেইনমেন্ট জোনকে আরও কঠোর করা হোক। যেখানে সংক্রমণ কম,সেই সব গ্রিন জোনে জনস্বার্থে আরও কিছু ছাড় দেওয়া হোক। কৃষি, ক্ষুদ্র-কুটির, পরিবহণ বা রুটিরুজির সঙ্গে যুক্ত মানুষের রোজগারের পথ চালু করতে চায় সরকার। ইতিমধ্যেই বিড়ি শ্রমিক ও চা-বাগানের শ্রমিকদের ছাড় দিয়েছে নবান্ন। চা-বাগানে ও বিড়ি তৈরিতে ৫০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিতে পারবেন৷





























































































































